বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সাগর উত্তাল, দিনভর বৃষ্টি

বাগেরহাট ও কলাপাড়া প্রতিনিধি

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। উপকূলীয় এলাকায় গতকাল সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সাগর ও নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেড়েছে। জেলেরা উত্তাল সাগরে টিকতে না পেরে ট্রলার নিয়ে নদী ও খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন। এদিকে বাগেরহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।

 সবচেয়ে বেশি দুর্ভোগ হয়েছে খেটে খাওয়া মানুষের। এ দিন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইওে বের হননি কেউ। রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গত মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। ৬ সেপ্টেম্বর (কাল) পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর