বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

চাঁদপুর প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। চাঁদপুরে মন্ডপে মন্ডপে চলছে এ উৎসবের প্রস্তুতি। নিপুণ হাতে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত কারিগররা। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বছর জেলায় ২২১টি মন্ডপে পূজা হবে। পঞ্জিকা মতে ১৪ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২০ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। ২৪ অক্টোবর বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের উৎসব। দেবীর আগমন ও গমন হবে ঘোটকে। চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়েছেন তারা। চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, নিরাপত্তায় সার্বক্ষণিক মোবাইল টিম এবং সাদা পোশাকে থাকবে টহল টিম।

সর্বশেষ খবর