শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বাভাবিক হয়নি বাস চলাচল

ঢাকা-রাজবাড়ী রুটের যাত্রীরা চার দিন ধরে দুর্ভোগে

রাজবাড়ী প্রতিনিধি

ঢাকার সঙ্গে রাজবাড়ীর বাস চলাচল বন্ধ রয়েছে চার দিন ধরে। ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে রাজবাড়ী বাস মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে সোমবার থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন প্রতিদিন ৪-৫টি বাস চালু করে। এর প্রতিবাদে রাজবাড়ী বাস মালিক গ্রুপ গোল্ডেন লাইনের যাত্রী নামিয়ে বাস ফেরত পাঠায়। এর পর রবিবার সন্ধ্যায় ঢাকার গাবতলী থেকে গোল্ডেন লাইনের শ্রমিকরা রাজবাড়ীর সব কাউন্টার বন্ধ করে দেয়। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ৮ অক্টোবর ঢাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে সভা আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

 

 

সর্বশেষ খবর