শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

২ টাকার শিক্ষক

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

ফজলু মিয়া। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়াতেন। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নন। সমাজের ঝরে পড়া প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানো ছিল তাঁর নেশা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের পড়াতেন। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিদিন নিতেন ২ টাকা। কেউ তা দিতে না পারলেও চাপ দিতেন না। তাই এলাকায় তিনি পরিচিতি পান ‘২ টাকার শিক্ষক’ হিসেবে। সেই ফজলু মিয়া বয়সের ভারে এখন আর শিক্ষার্থীদের পড়াতে পারেন না। সংসারের টানাপোড়েন, জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শিক্ষাসামগ্রী বিক্রি করেন। ফজলু মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার সারমপুর গ্রামে। ১৯৮৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। জটিল রোগের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর পরই বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন। তার এক ছেলে। ছেলে মানসিক ভারসাম্যহীন। স্ত্রী মারা গেছেন। স্থানীয় ইউপি সদস্য জুনেদ মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই দেখেছি ফজলু মিয়া বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়াতেন। তাঁর মহতী উদ্যোগে উপকার পেয়েছে সমাজের পিছিয়ে থাকা ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। এখন কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন ফজলু মিয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর