শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভেজাল কীটনাশকে পুড়ল ১১ বিঘার ধান

নাটোর প্রতিনিধি

ভেজাল কীটনাশকে পুড়ল ১১ বিঘার ধান

নাটোরে ভেজাল কীটনাশকে ১১ বিঘা জমির ধান গাছ পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকসহ এলাকাবাসী ক্ষতিপূরণ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জেলা প্রশাসনসহ কৃষি সম্প্রসারণ বিভাগ বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের কৃষকরা সিংড়ার কাজিপুরা মাঠে আমন ধান রোপণ করেছেন। ওই মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কৃষকদের স্বপ্ন ছিল আমন ধানে ভরে উঠবে তাদের গোলা। কিন্তু ধানের জমির ঘাস নিধনের জন্য কীটনাশক প্রয়োগের পর তাদের সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। ঘাস নিধনে প্রয়োগ করা ওষুধে পুড়ে গেছে ধানগাছ। গোয়ালদিঘী গ্রামের কৃষক সবুজ হোসেন বলেন, তিনি লিজ নিয়ে তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন। ধানগাছগুলো দেখতে সুন্দর ও তরতাজা হয়েছিল। খেতে হওয়া ঘাস নিধনের জন্য এলাকার এক দোকান থেকে ওষুধ কিনে জমিতে প্রয়োগ করি। দোকানি তাকে বলেছিলেন তিনি নিজেও এ ওষুধ ছিটিয়েছেন।  ‘দীপন’ নামের ওই ওষুধ প্রয়োগের পর জমির তরতাজা ধানগাছ বিবর্ণ হতে শুরু করে। দোকানিকে জানালে আরও দুই দফায় নতুন ওষুধ দিয়ে জমিতে দিতে বলেন। কিন্তু কোনো কাজ হয়নি। জমির সব গাছ মরে গেছে।

একই এলাকার দুলাল হোসেন ও আকরাম হোসেন বলেন, ঘাস মারা ওষুধে তাদের চার বিঘার গাছ পুড়ে গেছে। তারা স্থানীয় সার ও কীটনাশকের খুচরা ব্যবসায়ী জাহিদুলের দোকান থেকে ‘ভ্যালেন্ট টেক লিমিটেডের মোড়কের ‘দীপন’ নামের ওষুধ জমিতে প্রয়োগ করেছিলেন। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ওবায়দুল হক জানান, সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভেজাল প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর