শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পদ্মায় তীব্র ভাঙন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মায় তীব্র ভাঙন

মুন্সীগঞ্জে পদ্মায় বিলীন হচ্ছে ঘরবাড়ি -বাংলাদেশ প্রতিদিন

পদ্মার তীব্র ভাঙনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে আরও ১৫টি ঘর। গতকাল সকাল থেকে লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকায় আকস্মিক এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানায়, সকাল থেকে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয় পদ্মার তীরবর্তী এলাকা নওপাড়ায়। এতে মুহূর্তের মধ্যেই দশ বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতঙ্কে আরও ১৫টি বসতঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ২৫টি পরিবার। দ্রুত রোধ করা না গেলে ভাঙনের কবলে পড়বে লৌহজং ডিগ্রি কলেজসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এলাকাবাসীর দাবি স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মুন্সীগঞ্জে এমন ঘটনা বার বার হচ্ছে। তারা নদী শাসনের নামে লাখ লাখ টাকার সরকারি উদ্যোগকে ভেস্তে ফেলার অপচেষ্টা করে আসছে। এ বিষয়ে পাউবো অফিসে তথ্য জানার জন্য গেলে কাউকে পাওয়া যায়নি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর