শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভুয়া অনলাইন পেজে প্রতারণার ফাঁদ

দেওয়া হয় বিভিন্ন চটকদার অফার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

অনলাইনে ভুয়া পেজ খুলে অল্প টাকায় নানা পণ্য বিক্রির ব্যবসার নামে প্রতারণা করছে বেনাপোল সীমান্তের একটি চক্র। তাদের প্রলোভনে পড়ে প্রতিদিন লাখ লাখ টাকা গচ্চা দিচ্ছে এলাকার সাধারণ ক্রেতারা। বেশি প্রতারণার শিকার হচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগীরা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ফেসবুক পেজে চটকদার অফার দেখে বেনাপোলে আসছেন বিভিন্ন বয়সের ক্রেতা। ৭০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকায় ব্র্যান্ডনিউ মোটরসাইকেল, ২০-৩০ হাজার টাকায় আই ফোনসহ বিভিন্ন অফার দেওয়া হয়। মোবাইলে দরদাম ঠিক করার পর কুরিয়ার সার্ভিসে মালামাল পাঠানোর কথা বলে অগ্রিম ২-৩ হাজার টাকা বিকাশে নিচ্ছে চক্রটি। ওই টাকা নেওয়ার পরই বন্ধ করে দেয় নম্বরটি। প্রতারিতরা খোঁজখবর নিয়ে জানতে পারেন পেজটি ভুয়া। বৃহস্পতিবার খুলনার মুজগুন্নি এলাকার আবদুল খালেক নামে এক ভুক্তভোগী বেনাপোল এসে জানতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। খালেক বলেন, মামুন ভ্যারাইটিজ স্টোর অনলাইনে বাচ্চাদের দামি গাড়ি ও স্মার্ট টিভির বিজ্ঞাপন দেখে তাদের দেওয়া ঠিকানায় এসে জানতে পারেন এ নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বেনাপোলে নেই। যে মার্কেটের কথা বলা হয়েছে সেটাও বাংলাদেশের নয় বরং ভারতের পেট্টাপোলে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, এভাবে প্রতিদিন বহু লোক এসে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠান খোঁজ করেন, যার কোনো হদিস নেই। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, উপরোক্ত বিষয়টি নিয়ে জেলা গোয়েন্দা সংস্থা-ডিবি কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে এসব ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর