শিরোনাম
শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জরাজীর্ণ খুঁটিতে বিদ্যুতের তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুধারামের কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার পড়ে আছে বসতঘরের ছাদের ওপর। এ ছাড়া জরাজীর্ণ হয়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন ওই গ্রামের ২০ হাজার বাসিন্দা। এক মাস আগে থাই গ্লাসের কাজ করতে গিয়ে ছাদে তারে জড়িয়ে মারা গেছে এক কিশোর। এ ঘটনার পর থেকে গ্রামবাসীর আতঙ্ক আরও বেড়েছে।

স্থানীয়রা জানান, মাইজদী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দেওয়ার পরও তার ও জরাজীর্ণ খুঁটি সরানো হয়নি। আমরা ভয়ে আছি। তাদের অভিযোগ, ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের খুঁটি ভেঙে তার পড়ে আছে বাসাবাড়ির ছাদের ওপর, রাস্তা ও ঘরের পাশে।

স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিশুরা রয়েছে চরম ঝুঁকিতে। নোয়াখালী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন জানান, এটা পৌরসভার বাইরের ইউনিয়নে। এটা পল্লী বিদ্যুৎ বিভাগ দেখবে।

তাছাড়া লাইনের নিচে মানুষ বাড়ি করেন কেন?

সর্বশেষ খবর