শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

প্রতারণায় ২ শতাধিক পরিবার নিঃস্ব

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বিদেশে চাকরি ও উচ্চহারে সুদের প্রলোভন দেখিয়ে ২০০ পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে অবস্থান করছেন সোলাইমান ওরফে তৈমুজ নামে এক ব্যক্তি। প্রতারণার অভিযোগে তৈমুজ ও তার স্ত্রী রিনা আক্তারকে গ্রেফতার দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন এলাকাবাসী। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ২ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

ভুক্তভোগীরা জানান, নিশ্চিন্তপুর গ্রামের রিনা আক্তার স্থানীয়দের বলেন তার স্বামী (সোলাইমান) বিদেশ থেকে ভিসা নিয়ে এসেছেন। যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে ভালো চাকরির ব্যবস্থা করা হবে। এমন প্রলোভনে এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন এ দম্পতি। অনেকের কাছ থেকে আবার উচ্চহারে লাভ দেবে এ আশ্বাস দিয়ে আদায় করেন প্রায় কোটি টাকা। এরপর বিদেশে চলে যান সোলাইমান। এরপর তার স্ত্রী একইভাবে প্রতারণা শুরু করেন। সোলাইমানকে বিদেশে থেকে ফেরত আনা এবং তার স্ত্রীকে গ্রেফতারের দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর