শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

দিনাজপুর প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

বীরগঞ্জে চলছে সাঁকো নির্মাণ কাজ -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের বীরগঞ্জে নালার ওপর নির্মিত কাঠের সেতুটি ২০১৭ সালের বন্যায় ভেঙে যায়। এরপর থেকে সেতুটি মেরামতের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। দীর্ঘদিনেও দাবি পূরণ না হওয়ায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন ওই স্থানে সাঁকো নির্মাণকাজ। কেউ দিয়েছেন নগদ টাকা, কেউ বাগানের বাঁশ। কেউবা শ্রম দিয়ে সেতু নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়েছেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী কাশিমনগরে কাচারিপাড়ায় আত্রাই নদী-সংলগ্ন নালার ওপর সাঁকো নির্মাণে অংশ নেন গ্রামবাসী। তারা জানায়, ২০১৬ সালে ১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করা হয়। পরের বছর বন্যায় সেতুটি ভেঙে গেলে দুর্ভোগে পড়েন কাশিমনগর গ্রামের কাচারিপাড়ার প্রায় ৫০ পরিবার। এখানে স্থায়ী সেতুর দাবি জানিয়েও কাজ হয়নি। শতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য আবদুস সালাম জানান, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি ঊর্ধŸতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর