শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে দুই গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূ মারা গেছেন। গতকাল বিকালে উপজেলার টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৩০) ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা (২৬)।

এলাকাবাসী জানায়, বিকালে গোসলখানায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজা। তার চিৎকার শুনে  উদ্ধারে এগিয়ে গেলে নিলুফাও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, নিহতদের পরিবারের লোকজন ঢাকায় অবস্থান করছে। তারা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পাটগ্রামে বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রুজা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর বালাডাঙ্গা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত রুজা ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে ও বালাডাঙ্গা গ্রামের ব্র্যাক শিশু কেন্দ্রের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, তিন সহপাঠী মিলে পুকুরে গোসলে নামে। কিছু সময় পর দুজন উঠে এলেও রুজা ডুবে যায়। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ ভেসে ওঠে।

সর্বশেষ খবর