শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

‘হাসিনা : আ ডটার্স টেল’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : আ ডটার্স টেল’ প্রদর্শিত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। গতকাল শুক্রবার উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এটি দেখানো হয়। নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক ও আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলাম ঝলকের আয়োজনে দুই দিনব্যাপী প্রামাণ্যচিত্রটি দেখানো হবে। ১৯৫২ সালে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় আসা থেকে শুরু করে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা উঠে এসেছে এ প্রামাণ্যচিত্রে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর