রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সুরঞ্জনায় কাশফুলের মেলা

হাসানুর রহমান, বরগুনা

সুরঞ্জনায় কাশফুলের মেলা

দেশের দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনায় গড়ে ওঠা ‘সুরঞ্জনা ইকোট্যুরিজমে’ যেন কাশফুলের মেলা বসেছে। পড়ন্ত বিকালে শত শত দর্শনার্থী ঘুরতে আসেন কাশবনে। তাদের কেউ নৌকায় ভেসে বেড়াচ্ছেন, কেউ সবুজ বন আর কাশফুলে হারিয়ে যাচ্ছেন। সু-রঞ্জনার স্বত্বাধিকারী অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, মানুষের সঙ্গে মানুষ বিশ্বাসঘাতকতা করলেও প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না। অল্প দিনের মধ্য সবুজ বন আর জলরাশি ঘিরে যেভাবে কাশফুল দোল খাচ্ছে তা সত্যিই পর্যটকের মন কেড়ে নিচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা তারা এখানে ঘুরছেন, ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। এখানে পাখির কলকাকলির সঙ্গে শিশুদের কোলাহল মিশে একাকার হয়ে যায়।

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহফুজা বেগম প্রথম এসেছেন এখানে। তিনি বলেন, সু-রঞ্জনার রূপ সত্যি আমাকে বিমোহিত করেছে। শেষ বিকালে পাখির কিচিরমিচির, সবুজ বন আর কাশফুল চমৎকার পরিবেশ তৈরি করেছে। জলরাশির মাঝে ফুটে আছে শাপলা শালুক। পর্যটক উদ্যাক্তা আরিফ খান বলেন, আমার নেশাই প্রকৃতির সৌন্দর্য দেখা। সু-রঞ্জনা যেন শরতের কাশফুলের মেলা-আমাদের ডাকছে।

সর্বশেষ খবর