শিরোনাম
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বামী হত্যায় মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুক্রবার গ্রেফতার হন তিনি। গতকাল তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার বিবি কুলসুম (৩৭) বেগমগঞ্জ উপজেলার মধ্য নরোত্তপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, নরোত্তমপুর ইউনিয়নের মিজি বাড়ির দৃষ্টি প্রতিবন্ধী শহীদ উল্যার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বিবি কুলসুমের। ১২ বছরের সংসারে তাদের তিন কন্যা সন্তান জন্ম হয়। স্বামী-স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। ২০১৮ সালে কুলসুমের বাবা বিরোধ মীমাংসার জন্য গেলে শহীদ উল্যা শ্বশুরের সামনে স্ত্রীকে গালাগাল ও মারধর করেন। তখন কুলসুম অন্ধ স্বামীকে ধাক্কা দিয়ে গরম তেলের কড়াইয়ের ওপর ফেলে পালিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ। এ ঘটনায় মামলা হয়। বিচারক কুলসুমকে মৃত্যুদণ্ড এবং তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পরোয়ানা জারি করেন।

 

সর্বশেষ খবর