শিরোনাম
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

লালনের আখড়ায় বাউলদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে বিভিন্ন দাবিতে গতকাল মানববন্ধন করেছেন সাধু-বাউলরা। মানববন্ধনকারীরা লালন স্মরণোৎসবে পুরো মাঠের অর্ধেক সাধু-বাউলদের জন্য উন্মুক্ত রাখা, তিন দিনের বরাদ্দকৃত মেলা নির্ধারিত সময়ে শেষ করাসহ মেলার নামে মাদকের ছড়াছড়ি রোধ ও লালনের অনুষ্ঠান ব্যবসানির্ভর না করে চেতনাসমৃদ্ধ করার দাবি জানান।

গতকাল দুপুরে আখড়াবাড়ির সামনে সচেতন নাগরিক সমাজ কুষ্টিয়ার আয়োজনে এই কর্মসূচিতে শতাধিক সাধু-বাউল ও ভক্ত অংশ নেন। ঘণ্টাব্যাপী এতে বক্তৃতা করেন শ ম লাবলু, সোহেল রানা প্রমুখ। মানববন্ধন শেষে লালন একাডেমির মাঠে বিক্ষোভ মিছিল করেন সাধু-বাউল ও ভক্তরা।

বক্তারা বলেন, লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানকে ২৯ লাখ টাকায় আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর লালন মেলার ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে লালন সাধু-বাউল ও ভক্তদের বসার জায়গার অভাবে চরম বিড়ম্বনায় পড়ার আশঙ্কা করেন তারা।

 

সর্বশেষ খবর