শিরোনাম
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বজ্রপাতে নারীর মৃত্যু জেলে নিখোঁজ

গলাচিপা ও পাথরঘাটা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে হাবিয়া বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাবিয়া উপজেলার উত্তর চরখালী গ্রামের রুহুল আমিন ফকিরের স্ত্রী।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েণ বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে গিয়েছিলেন হাবিয়া বেগম। বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে তিনি গাছের নিচে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে বিষখালী নদীর লালদিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। নিখোঁজ আউয়াল (২৮) পাথরঘাটা সদর ইউনিয়নের আবদুল হামিদ হাওলাদারের ছেলে। পাথরঘাটা সদর ইউপি সদস্য ফাইজুল ইসলাম জানান, চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার একটি ট্রলারে আউয়ালসহ চার জেলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হয়। এতে আউয়াল ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে যায়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে তল্লাশি শুরু করা হয়েছে।

সর্বশেষ খবর