রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
আমরা একাত্তরের মানববন্ধন

১৯৭১-এ জেনোসাইডের স্বীকৃতি দিতে হবে

দিনাজপুর প্রতিনিধি

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত নৃশংস জেনোসাইডকে জাতিসংঘের স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন আমরা একাত্তর সংগঠনের নেতারা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে গতকাল এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, অপারেশন সার্চলাইট নামের এক নিষ্ঠুর অভিযানে ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তানি সেনারা বাংলাদেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে- যা ডিসেম্বরে বিজয়ের আগে পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় ৩০ লাখ বাঙালি প্রাণ দেয়। দেশান্তরী হয় ১ কোটি লোক। ২ কোটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয় এবং ২ লাখের বেশি নারী ধর্ষিত হয়। মানববন্ধনে অংশ নেন- সাবেক অধ্যাপক জলিল আহম্মেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ভ্যাটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, বাংলাদেশ ইতিহাস সম্মেলন দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক বিধান দত্ত, ডা. জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা আরও বলেন, ১০ অক্টোবর জাতিসংঘে ১৯৭১ সালের নৃশংস জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করা হবে। আমাদের বিশ্বাস প্রাণের এ দাবি জাতিসংঘ বাস্তবায়ন করবে।

সর্বশেষ খবর