রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

৬৬ বছর পর নিজস্ব মাংস বাজার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

৬৬ বছর পর নিজস্ব মাংস বাজার

১৯৫৮ সালে গোড়াপত্তন হয় সৈয়দপুর পৌরসভার। দীর্ঘ ৬৬ বছর পর পৌরসভার নিজস্ব জমিতে গড়ে উঠছে মাংসের বাজার। আধুনিক মানের এই বাজার নির্মাণ হচ্ছে ১১ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায়।

প্রাণিসম্পদ অধিদফতরের প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে বিশ্বব্যাংক। নাগরিকরা যাতে স্বস্থ্যসম্মত পরিবেশে মাংস ও মুরগি বেচাকেনা করতে পারে সে জন্য ১০০ বর্গফুট আয়তনের দুটি শেড নির্মাণ করা হচ্ছে। থাকছে সুপরিসর চলাচলের রাস্তা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে আধুনিক মানের ড্রেন। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে আছে সুপেয় পানির ব্যবস্থা আছে। একই সঙ্গে থাকবে স্বাস্থ্যসম্মত শৌচাগার। কখনো লোডশেডিং হলে বিকল্প হিসেবে রাখা হচ্ছে ৫ কিলোওয়াট পিক সোলার সিস্টেম। মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, এ মার্কেট নির্মাণের ফলে কিছুটা হলেও লাঘব হবে নাগরিক বিড়ম্বনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর