সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় জাসদ নেতাসহ আটজনের যাবজ্জীবন

কুষ্টিয়া ও চাঁদপুর প্রতিনিধি

দুটি হত্যা মামলায় জাসদ নেতাসহ আটজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরের কৃষক সাহাজুল হত্যা মামলায় জাসদ নেতা কারশেদ আলমসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ গতকাল এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডের আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজগর আলীর ছেলে কারশেদ আলম, তার মেজভাই হামিদুল ইসলাম ও বড় ভাই আসাদুল ইসলামের ছেলে রাসেল। কারশেদ আলম কুষ্টিয়া জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক। রায় ঘোষণার পর পর শত শত জাসদ নেতা-কর্মী আদালতে জড়ো হন। দন্ডপ্রাপ্তদের পরিবার ও দলীয় নেতা-কর্মীরা বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীর অনৈতিক কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোবারক হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড দেন। গতকাল চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা (২৫), মিলন হোসেন (২৩), বিলকিস বেগম (৪০), রিপন হোসেন (২৪) ও সাদ্দাম হোসেন (২৭)।

সর্বশেষ খবর