সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জমেছে গুড় পুকুর মেলা

সাতক্ষীরা প্রতিনিধি

জমেছে গুড় পুকুর মেলা

হিন্দু ধর্মের সর্পদেবী মা মনসা পূজার মধ্যদিয়ে প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিনে শুরু হয় সাতক্ষীরার ২০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। এবার ২২ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে শহীদ আবদুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণ। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। মেলায় পরসা সাজিয়ে বসেছে তিন শতাধিক স্টল। এক সময়ে মেলায় দেখা যেত বাঁশ, বেত দিয়ে তৈরি আসবাবপত্র, কাঠের ফার্নিচার ও কুটির শিল্পের পণ্য। এগুলো এবারের মেলায় না থাকায় অনেকে হতাশ। শিশুদের বিনোদনের জন্য মেলায় রয়েছে- ট্রেন, নাগরদোলা-হানি সুইং, ইলেকট্রনিক ভাসমান নৌকাসহ বিভিন্ন রাইড। জানা যায়, এক সময়ে পলাশাপোলের বটতলা থেকে শহরব্যাপী বিস্তৃত ছিল গুড় পুকুরের মেলা। এখন রাজ্জাক পার্কে মেলা সীমাবদ্ধ থাকায় বিপাকে পড়েছেন পাশে অবস্থতি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, মহিলা কলেজের হোস্টেল  ও পিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষকরা। হৈ-হুল্লোড় আর গান-বাজনার কারণে শ্রেণিকক্ষে পাঠ বাধাগ্রস্ত হচ্ছে। রাতে মহিলা কলেজের হোস্টেলের মেয়েরা লেখাপড়ায় মনোযোগ দিতে পারছেন না। জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, মেলায় রাত ১০টার পর কোনো বাদ্য ও মাইকে গান বাজনা না বাজে সে জন্য কমিটিকে বলা হবে। মেলার সময় বৃদ্ধির ব্যাপারে তিনি জানান এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ খবর