সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিরাজগঞ্জে ডায়রিয়ায় দুজনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ডায়রিয়ায় দুজনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

সিরাজগঞ্জে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। এ রোগে আক্রান্ত হয়ে গত সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার গয়লা মহল্লার তারেক রহমান (৬৫) ও মঙ্গলবার একডালা মহল্লার পাপিয়া খাতুন মারা যান। সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। শহরের গয়লা ও একডালা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার সরবারহ করা পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজ উদ্দীন শেখ ডায়রিয়ায় দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তার দাবি, পৌরসভার সরবরাহ করা পানিতে নয়, টিউবওয়েলের পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) রবিউল কবির জানান, পৌরসভার সরবরাহ পানি নাকি টিউবওয়েলের পানি ডায়রিয়ার কারণ সেটি নিশ্চিত হতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে রিপোর্ট আসবে।

সর্বশেষ খবর