শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অর্ধশত বাড়িঘরে হাঁটুপানি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অর্ধশত বাড়িঘরে হাঁটুপানি

সোনারগাঁ উপজেলার সাতভাইয়া পাড়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। হাঁটুপানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক ঘরবাড়ি। বিপাকে পড়েছে পানিবন্দি পরিবারগুলো।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা সৃষ্টি হলেও নেই কোনো প্রতিকার। বিভিন্ন দফতরে আবেদন করেও সুরাহা মিলেনি। দুর্ভোগ সঙ্গী করেই দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। সাতভাইয়া পাড়ার গ্রামের শেফালী রানী বলেন, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে আমাদের গ্রামে পানি জমে যায়। তখন বসতঘরের বিভিন্ন মালামাল ক্ষয়গ্রস্ত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আল আমিন বলেন, দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে অর্ধশতাধিক বসতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তারা যেন এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে ভোগান্তি থেকে রক্ষা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানুল ইসলাম বলেন, এলাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ওই এলাকা পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হবে। সরেজমিন দেখা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়ায় নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় এলাকার ঘরবাড়ি।

সর্বশেষ খবর