শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

২ লাখ কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা

গাজীপুর প্রতিনিধি

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাজীপুর জেলায় ১ লাখ ৮৮ হাজার ৮৪৫ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের এবং ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের কিশোরীরা টিকা পাবে। কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গতকাল প্রেস করফারেন্সে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ডা. মো. খায়রুজ্জামান, হুমায়ুন কবির, আমজাদ হোসেন। সভায় জানানো হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। বিনামূল্যে এ টিকা পেতে www.vaxepi.gov এই ঠিকানায় নিবন্ধন করতে হবে।

সর্বশেষ খবর