বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার সহায়তায় চিকিৎসা পেল ৫ শতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বসুন্ধরার সহায়তায় চিকিৎসা পেল ৫ শতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবার প্রত্যন্ত এলাকায় ৫ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা। বসুন্ধরা আই হসপিটাল ও কসবার মান্দারপুর গ্রামে স্থাপিত মা আমেনা গফুর চেরিটেবল হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল দিনব্যাপী এই সেবা দেওয়া হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডা. মজুমদার গোলাম রাব্বী, অপটোমেট্রিস্ট রুবেল রানাসহ ছয়জনের একটি দল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা দেন। ভিশন কেয়ার ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু তৈয়ব জানান, ৫০০ রোগীর নাম আগেই তালিকা করা ছিল। প্রায় ৮০ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ। বাছাই করা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বিনামূল্যে চক্ষুসেবা উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাড়েরা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সেলিম মাস্টার। মা আমেনা গফুর চেরিটেবল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসার সার্বিক আয়োজক এম এ কাইয়ূম সরকার বলেন, আমরা বছরে কয়েকবার এমন আয়োজন করে থাকি। এক্ষেত্রে সবচেয়ে বড় সহায়তা করে বসুন্ধরা চক্ষু হাসপাতাল। বসুন্ধরা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলেই প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ চোখের ছানি ও রেটিনা অপারেশনসহ নানা চিকিৎসাসেবা ঘরে বসেই পাচ্ছেন।

সর্বশেষ খবর