বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফ্রিল্যান্সিংয়ে আয় লাখ লাখ টাকা

নাটোর প্রতিনিধি

ফ্রিল্যান্সিংয়ে আয় লাখ লাখ টাকা

শারীরিক প্রতিবন্ধী মনিরুল

প্রতিবন্ধী যুবক মনিরুল ইসলাম। নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং এক হাত ছোট হওয়ায় প্রতিনিয়ত নিজের সঙ্গেই যুদ্ধ করতে হতো তাকে। ফ্রিল্যান্সিংয়ে তিনি হয়েছেন স্বাবলম্বী। পেয়েছেন নিজে পথ চলার দিশা। দেখিয়েছেন অন্যদেরও। এখন ৫০ জন কর্মচারীকে বেতন দিয়েও মাসে আয় ১৫ লাখ টাকা পার হয়ে যায় তার। মনিরুল বলেন, ২০১৪ সালে কৌতূহলে তিনি অনলাইনে আয়ে আগ্রহী হন। পরিচিত এক বড় ভাইয়ের হাত ধরেই এ জগতে পদচারণা। শুরুর অভিজ্ঞতা খুব ভালো ছিল না। অনেক বিড়ম্বনার শিকার হয়েছেন। তবে ৯ বছর কঠোর পরিশ্রম করে এখন তিনি সফল ফ্রিল্যান্সার। মনিরুল নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া গ্রামের মন্টু ম লের ছেলে। সরেজমিন দেখা যায়, ঘরে বসেই অনলাইনে সব কাজ তার। কখনো বিদেশি গ্রাহকের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছেন। কখনো টিম মেম্বারদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের তরুণদের শেখাচ্ছেন ফ্রিল্যান্সিং। তার দেখানো পথে চলে এলাকার অনেক তরুণ স্বাবলম্বী হয়েছেন। তিনি বলেন, জীবনে অনলাইনে প্রথম আয় ৫৭ ডলার। যা প্রায় সাড়ে ৪ হাজার টাকার মতো, যেটা করতে সময় লেগেছিল ২ ঘণ্টা। তার পরই সিদ্ধান্ত নেওয়া যে, এ সেক্টরে সময় বেশি দিলে ভালো টাকা আয় করা যাবে। প্রায় পাঁচ বছর হলো ‘লিড টপার আইটি সেন্টার’ নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি এর সিইও। এখন মাসে গড়ে তিনি আয় করেন ২০ হাজার ডলার।

তিনি বলেন, বর্তমানে চাকরি পাওয়া খুবই কঠিন। হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন। অনলাইনে প্রচুর কাজ করার রয়েছে। এখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। তাই চাকরির পেছনে না ঘুরে সঠিক পথে পরিশ্রম করে কাজ করে স্বাবলম্বী হওয়া যায়। মনিরুল আরও বলেন, কাজ শেখার মানসিকতা থাকতে হবে। ধৈর্য ধরে কাজ করতে হবে। শুধু ক্লিক করে টাকা ইনকাম করা যায় না। এমন একটা কাজ শিখতে হবে যাতে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে কিন্তু কাজের চাহিদা বাড়তে থাকবে।

সর্বশেষ খবর