বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জেলেদের মারধর করে জাল লুট, মোটরসাইকেলে আগুন

নওগাঁ প্রতিনিধি

জেলেদের মারধর করে জাল লুট, মোটরসাইকেলে আগুন

নওগাঁর মান্দায় চককসবা বিল থেকে জেলেদের মারধর করে জাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চককসবা মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

চককসবা গ্রামের এনামুল হকসহ জেলেরা জানান, গ্রামের ১০-১২ জন জেলে মাছ ধরার জন্য সোমবার রাতে নৌকা নিয়ে বিলে যান। খবর পেয়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু লোকজন নিয়ে চককসবা মোড়ে আসেন। তাদের ধাওয়া খেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যান। পরে তারা জাল নিয়ে চলে যায়। একই সময় চককসবা মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পর দিন সকালে দহপাড়া মোড়ে হাফেজ উদ্দিন, দুলালসহ কয়েকজনের মারধরে চার জেলে আহত হন। তারা হলেন- সাহেব আলী মোল্লা (৫৫), লিটন প্রামাণিক (৪০), পলাশ কারিগর (১৮) ও আবদুস সালাম (৪৫)। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বিলটি নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। ইউএনওর সভাকক্ষে বসে সেটি নিরসন করে দেওয়া হয়েছে। উন্মুক্ত বিলে জেলেদের মাছ শিকারে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর