বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের চারজন রংপুর মেডিকেল কলেজে এবং ছয়জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- শহিদুল ইসলাম (৩৫), সাদিকুল ইসলাম (২৮), আজিজুল ইসলাম (৫৫) ও ইদ্রিস আলী (৬৩), সাবেক ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন (৫৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলমসহ (২৫) দশজন। এদের মধ্যে সাদিকুল, ইদ্রিস, মহির ও জাহাঙ্গীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকালে একটি মামলা প্রত্যাহারের দাবিতে দক্ষিণ জাওরানী গ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সেখানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গতকাল বিকালে জাওরানী বাজারে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের অফিস ও তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন নিয়ে হামলা চালিয়েছে সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন। হামলাকারীরা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর