রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বীজে প্রতারণা, ক্ষতিগ্রস্ত কৃষক

ভালো লাভের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত রাজবাড়ীর কৃষকদের

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

বীজে প্রতারণা, ক্ষতিগ্রস্ত কৃষক

বালিয়াকান্দির জামালপুরে ফলন না আসায় জমি থেকে ফুলকপি গাছ তুলে ফেলছেন কৃষক -বাংলাদেশ প্রতিদিন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষক ফুলকপির বীজ কিনে প্রতারিত হয়েছেন। এতে তাদের ব্যাপক ক্ষতির শিকার হতে হয়েছে। আগাম জাতের ফুলকপি চাষ করে তারা স্বপ্ন দেখছিলেন ভালো দাম পাবেন। কিন্তু তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষকরা অভিযোগ করেছেন, ফুলকপির বীজ হিসেবে যা চাষ করেছিলেন, বাস্তবে তা তারা পাননি। এ জন্য নির্দিষ্ট সময়ে ফুলকপি গাছে (কার্ড) ফুল আসেনি। তিন মাস পর খেতেই অনেক গাছ মারা যাচ্ছে। অনেক কৃষক জমি থেকে ফুলকপি গাছ কেটে ফেলছেন। নটাপাড়া গ্রামের কৃষক কালিদাস বৈরাগী (৪৭) অভিযোগ করে বলেন, আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আমার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।’ জামালপুর ইউনিয়নের নটাপাড়া মাঠে গিয়ে দেখা যায়, অনেক খেত থেকে চাষিরা ফুলকপি গাছ তুলে ফেলছেন। জমিতে অনেক গাছ মারা গেছে। তারা বলছেন, ইউনিয়নের দেড় শতাধিক কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাষিদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। যেখান থেকে কৃষক ২ কোটি টাকার ফুলকপি বিক্রি করতে পারতেন। নটাপাড়া গ্রামের ভুক্তভোগী অমিতাভ সিকদার (৪৩) জানান, তিনি জামালপুর বাজার থেকে ‘সিলভার ক্রাউন’-এর ১৪ প্যাকেট বীজ কিনেছিলেন। এখন সব গাছ মরে যাচ্ছে। কৃষকরা বলেন, সরকার তো কোনো বীজ সরবরাহ করে না। কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি। এবার জামালপুর বাজারের বীজ ব্যবসায়ীরা বলেছিলেন ফলন ভালো হবে। কিন্তু ফলন হয়নি। জামালপুরের দুজন ব্যবসায়ী ও ঝিনাইদহ জেলার মেসার্স জাফর বীজ ভান্ডারের মালিক আমাদের ক্ষতির বিষয়টি দেখে গেছেন। তারা বলেছিলেন যতটুকু পারেন ক্ষতিপূরণ দেবেন। কিন্তু পরে তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়। এর মধ্যে জামালপুর ইউনিয়নে ১০০ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। আমরা সেখানে গিয়ে দেখেছি ১০০ হেক্টর জমির কৃষক প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর