রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সড়কে ছয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয়জনের প্রাণহানি

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে -বাংলাদেশ প্রতিদিন

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

নওগাঁ : মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় মহাদেবপুরের শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ভটভটি চাপায় নিহত হন যাত্রী জিল্লুর রহমান (৫৫)। এতে আহত হন চালক সুলতান হোসেন (২৮)। একই রাতে উপজেলার চাঁন্দাশ পন্ডিতপুর এলাকায় ট্রাকচাপায় নিহত হন আবদুল মতিন (৩০)। চট্টগ্রাম : মহানগরীর বাকলিয়া-কর্ণফুলী থানার শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজ) গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী লেগুনার চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। বরিশাল : গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকিতে  গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে ছিটকে পড়েছে। এতে বাসের হেলপার আল-আমিন (২৮) নিহত ও ২৫ যাত্রী আহত হন। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের বাসিন্দা। মাদারীপুর : গতকাল ভোর রাতে ভূরঘাটা নুর ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আবদুল কাদের মাতুব্বর (৬৮) নামে এক মুয়াজ্জিন। নিহত আবদুল কাদের কালকিনি পৌর এলাকার বাসিন্দা। লালমনিরহাট : লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত হয়েছেন ইউনুস আলী (৩০) নামে এক যুবক। গতকাল সকালে জেলার আদিতমারি উপজেলার কমলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কমলাবাড়ি গ্রামে।

সর্বশেষ খবর