রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চিনিগুঁড়া ধানের তৈরি দুর্গা প্রতিমা দেখতে ভিড়

সাতক্ষীরা প্রতিনিধি

চিনিগুঁড়া ধানের তৈরি দুর্গা প্রতিমা দেখতে ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সাতক্ষীরায় এবার ৬০৬টি মণ্ডপ হবে শারদীয় দুর্গোৎসব। কলারোয়া উপজেলায় সোনালি রঙের চিনিগুঁড়া ধান দিয়ে তৈরি প্রতিমা নজর কেড়েছে ভক্তদের। দেখলে মনে হয় প্রতিমাগুলো সোনা দিয়ে মোড়ানো।

দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী অসুরসহ প্রতিটি প্রতিমায় পুথির মতো করে ছোট ছোট ধান বসানো হয়েছে। কাঠ, বাঁশ, বিচুলির ফ্রেম বসিয়ে নরম কাদা-মাটি শুকিয়ে যাওয়ার আগে ধান বসিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এ প্রতিমা। এ জন্য ধান লেগেছে ১০০ কেজি। এক মাস ধরে নিপুণ হাতে চারজন কারিগর তৈরি করেছেন ১৮টি প্রতিমা। কলারোয়ার মুরারিকাটি পালপাড়া মণ্ডপে ব্যতিক্রমী এ প্রতিমা দেখতে ভিড় করছেন ভক্ত-দর্শনার্থীরা। ধানের প্রতিমা তৈরির কারিগর পল্লত বিশ্বাস ও পালপাড়ার কাজল পাল জানান, ইউটিউব দেখে তারা সোনালি রঙের চিনিগুঁড়া ধান দিয়ে মণ্ডপ তৈরি করেছেন। তাদের খরচ হয়েছে লক্ষাধিক টাকা। কিছু অংশে রং দিয়ে স্প্রে করার কারণে প্রতিমাগুলো সোনার রঙে চিক চিক করছে- যা দেখতে অপরূপ। স্থানীয় যুব কমিটির আয়োজনে সাতক্ষীরায় এ প্রথম ধান দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গোৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, শারদীয় দুর্গোৎসব সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলায় তিন স্তরে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

 

সর্বশেষ খবর