রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

লাইন দেবে ২৩ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

কুড়িগ্রাম প্রতিনিধি

লাইন দেবে ২৩ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

কুড়িগ্রামের সিঙ্গেরডাবরী এলাকায় অতি বৃষ্টির কারণে দেবে যাওয়া রেল সেতুটি মেরামত শেষে গতকাল সন্ধ্যায় চালু হয়েছে। দেবে যাওয়ার প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। কুড়িগ্রাম রেল স্টেশনের ইনচার্জ শামসুজ্জোহা জানান, শুক্রবার বিকালে এই সেতুটি দেবে যায়। রেল চলাচল স্বাভাবিক করতে রেল সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে গতকাল ভোর রাত থেকে দিনভর কাজ করে শতাধিক শ্রমিক। স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার রেল সেতুটির আংশিক দেবে যাওয়ায় কুড়িগ্রাম থেকে শাটল ট্রেন ও ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস যেতে পারেনি। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রী লালমনিরহাট, তিস্তা ও কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠে তাদের গন্তব্যস্থলে পৌঁছান। লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাত থেকে শুরু করে সেতু মেরামতের কাজ গতকাল সন্ধ্যায় শেষ হয়। সন্ধ্যার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, অস্থায়ীভাবে কাজ করা হলেও শুকনো মৌসুম এলে সেতুটির স্থায়ী কাজ করা হবে।

সর্বশেষ খবর