রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শেষ হলো আদিবাসী উৎসব

নওগাঁ প্রতিনিধি

নাচের সুদ্ধ সংস্কৃতি ও শুদ্ধাচার চর্চায় নওগাঁয় হয়ে গেল শাস্ত্রীয় ও আদিবাসী নৃত্য উৎসব। শুক্রবার রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সংগঠন ‘ত্রিতাল’ এ অনুষ্ঠানের আয়োজন করে। শাস্ত্রীয় ও আদিবাসী শিল্পিদের নৃত্যের ছন্দে মুখরিত হয়ে উঠেছিল অডিটোরিয়াম। এতে নওগাঁ, বগুড়া ও ঢাকার শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, সংস্কৃতির বিকাশ ঘটানো ছাড়া বাংলাদেশ থেকে মৌলবাদ ঠেকানো যাবে না। কারণ সংস্কৃতি কর্মকান্ড মানুষকে উদার করে তোলে। যারা সাংস্কৃতিক চর্চা করে না তাদের মধ্যে সংকীর্ণতা কাজ করে। অধ্যক্ষ মাহবুব আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, ইউএনও এস এম রবীন শীষ, জেলা কালচারাল কর্মকর্তা তাইফুর রহমান, অ্যাড. আবদুল বারী, হাসিব পান্না, তৃণা মজুমদার, লায়লা আরজুমান প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর