রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিকালে যশোর চৌগাচা সড়ক বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এদিকে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভায় সংগঠনের যবিপ্রবির কমিটি স্থগিত করা হয়েছে। রাত ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আহতরা জানায়, গতকাল ক্যাম্পাসে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ করে ছাত্রলীগের একাংশ। সমাবেশ শেষ হলে প্রতিপক্ষের লোকজন সমাবেশকারীদের ওপর হামলা করেন। এ সময় আল মামুন সিমন ও আশরাফুল আলম গুরুতর আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এদিকে হামলার প্রতিবাদে বিকালে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর