সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

শাজাহানপুরে খাউড়াদহ খালে দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচকে কেন্দ্র করে খাউড়া সেতু ও নদীর দুই পাড় মানুষের মিলনমেলায় পরিণত হয়। শনিবার দুপুর থেকে খোট্টাপাড়া জালশুকা খাউড়াদহ খালে প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। অংশ নেয় শাজাহানপুর, গাবতলী ও ধুনট উপজেলার আটটি নৌকা। গাবতলীর বাগবাড়ী এলাকার কিংরাজ নৌকা প্রথম ও শাজাহানপুরে আমরুল লক্ষ্মীপুরের সততা নৌকা দ্বিতীয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খাউড়া খাল-নদী নৌকাবাইচ কমিটি চার বছর ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীর সহযোগিতায় নৌকাবাইচ আয়োজন করে আসছে। নৌকাবাইচকে কেন্দ্র করে আশপাশের গ্রামে বাড়িতে বাড়িতে নাইওরিদের সমাগমে আনন্দ উৎসবে মেতে ওঠে।

 

সর্বশেষ খবর