সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গাপ্রতিমা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। তিন মাসের কর্মযজ্ঞ শেষে রং-তুলির আঁচড়ে এখন ফুটে উঠছে প্রতিমা। নির্দিষ্ট সময়ের আগে মন্ডপে মন্ডপে প্রতিমা পৌঁছে ব্যস্ততা চলছে কারিগরদের। সার্বজনীন এই উৎসব নির্বিঘ্ন করতে পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এ বছর জেলায় ৬০২টি মন্ডপে দুর্গাপূজা হবে। প্রতিমা তৈরির পর এখন রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে। পূজাস্থল নান্দনিক করে তুলতে চলছে প্যান্ডেল নির্মাণসহ সাজসজ্জা। জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব সঞ্জিব সাহা বাপ্পি জানান, প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশে পূজা হয়। নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিক সভা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন জানান, দুর্গাপূজা উপলক্ষে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও থাকবেন। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামারাও।

সর্বশেষ খবর