মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পশুর নদে তলা ফেটে জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি

পশুর নদে তলা ফেটে জাহাজডুবি

মোংলা বন্দর চ্যানেল পশুর নদে ৮৫০ মেট্রিক টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে আনমনা-২ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১০ জন নাবিক সাঁতরে নদের তীরে উঠতে সক্ষম হন। গত রবিবার রাত ৮টার এ দুর্ঘটনা ঘটে। জাহাজের মাস্টার এনায়েত হোসেন জানান, ৮৫০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে রবিবার বিকালে পশুর নদের কাইনমারী এলাকায় নোঙর করে আনমনা-২। সেখান থেকে খুলনার রূপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির সেভেন রিংকস সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে জাহাজটি টার্নিং করতে গেলে তলা ফেটে সিগন্যাল টাওয়ারের কাছে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরে প্রাণ বাঁচান। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, দুর্ঘটনাস্থলে মোংলা বন্দরের মুরিং বোট এমভি হিরা নামে একটি জলযান পাঠানো হয়েছে। তবে মোংলা বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।

সর্বশেষ খবর