মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পরিবেশবান্ধব ব্লকে ঝুঁকছে মানুষ

সরকার হায়দার, পঞ্চগড়

পরিবেশবান্ধব ব্লকে ঝুঁকছে মানুষ

পঞ্চগড়ে গ্রামগঞ্জে খড়ের ঘর বিলুপ্তির পথে। গড়ে উঠছে নতুন নতুন পাকা বাড়িঘর। এখন অনেকেই নির্মাণ করছেন ইট-সিমেন্টের দালান। বাড়িঘর নির্মাণে পরিবেশবান্ধব বালু-পাথর আর সিমেন্ট মিশ্রিত ব্লক ব্যবহারে আগ্রহ বাড়ছে মানুষের। গড়ে উঠছে পরিবেশবান্ধব এসব ব্লক তৈরির ছোট-বড় কারখানা। সরকারি প্রতিষ্ঠানগুলো এসব কারখানা স্থাপনে সহযোগিতার পাশাপাশি উৎসাহ দিচ্ছে। পরিবেশবান্ধব এ ব্লক তৈরিতে ব্যবহার হচ্ছে পঞ্চগড়ের নদনদী থেকে আহরণ করা বালু-পাথর। সংশ্লিষ্টরা বলছেন এসব কংক্রিট ব্লক একদিকে যেমন পরিবেশবান্ধব অন্যদিকে তেমনি সাশ্রয়ী। তাই ক্রমশ এর চাহিদা বাড়ছে। তবে এখনো এই ইটের গুণাগুণ সম্পর্কে জানেন না অনেকেই। বিসিক, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর, কালান্দিগঞ্জ ও সদর উপজেলায় কারখানা গড়ে উঠেছে। এর মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার প্রভাব আস্তে আস্তে কমে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। এ জেলায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। অধিকাংশ ইটভাটায় পোড়ানো গাছ। রাস্তার আশপাশেই গড়ে উঠেছে এসব ইটভাটা। সরকারি নীতিমালা না মেনেই এসব ইটভাটায় আবাদি জমি কেটে তৈরি হচ্ছে ইট। ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সচেতন নাগরিকরা বলছেন, কংক্রিট ব্লক তৈরির কারখানা শুরু হওয়ায় পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, কংক্রিট ব্লক ব্যবহার করলে ৩০ থেকে ৪০ শতাংশ খরচ কম হয়।

সর্বশেষ খবর