বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

জামালপুর ও আড়াইহাজার প্রতিনিধি

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বিশনন্দী পূর্বপাড়া গ্রামসংলগ্ন নদীতে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) ও হকের ছেলে আবদুল্লাহ (৪)। দুই শিশু আপন চাচাতো ভাই। জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আবদুল্লাহ। পানিতে নেমে তলিয়ে যেতে থাকে দুজন। আজিজ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুকে উদ্ধার করতে গিয়ে আহত হওয়ায় চাচাকেও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাহিন মিয়া নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত মাহিন (২) দক্ষিণ কামালপুরের সুজন মিয়ার ছেলে। পরিবার সূত্র জানা যায়, মাহিন মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর