বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষকরা জাতি গঠনের কারিগর : শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। দেশের শিক্ষার হার এগিয়ে নিতে শিক্ষকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজমাঠে শিক্ষা ব্যবস্থাপনায় নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হেলাল বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ২৭ হাজার স্কুল জাতীয়করণ করেছিলেন। এরপর অতীতের কোনো সরকারই তাদের জন্য কিছু করেনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নিতে ২০১৩ সালে জাতীয়করণ করেছেন ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান। অধ্যক্ষ বটু গোপাল দাস সভায় সভাপতিত্ব করেন।

সভায় মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মাহমুদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সর্বশেষ খবর