বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিচারকের স্বাক্ষর জালিয়াতি পেশকারসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিচারকের স্বাক্ষর জালিয়াতি পেশকারসহ গ্রেফতার ৫

বগুড়ায় বিচারকের স্বাক্ষর জাল করার অপরাধে সাবেক পেশকারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টার অভিযোগে সোমবার তাদের গ্রেফতার করা হয়। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোমবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মাকসুদুর রহমান বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন। গ্রেফতাররা হলেন- সিজিএম আদালতের বেঞ্চ সহকারী কামরুজ্জামান, জারীকারক এম এ মাসুদ, তার শ্যালক হারুন অর রশিদ সাজন, সদ্য অবসরপ্রাপ্ত পেশকার আবদুল মান্নান ও মাদক মামলার আসামি মোক্তার হোসেন। অন্য আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত পেশকার আবদুল মান্নানের ছেলে আবু সাহেদ, নিশিন্দারা এলাকার ওহেদুজ্জামান মাসুদ, নওগাঁর আয়েশা আক্তার শিমু ও মরিয়ম আক্তার নিপু। মামলার বাদী মাকসুদুর রহমান জানান, আবদুল মান্নান পেশকার হওয়ার সুবাদে তিনি আদালতের অন্য কর্মচারীদের হাত করে নথি জালিয়াতি করেন। বগুড়ার সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, সোমবার আদালত থেকে তিন কর্মচারীকে এবং বাকিদের শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর