বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের  মৃত্যু হয়। তারা হলেন- সাইফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (৩২)। সাইফুলের শরীর ৬০ শতাংশ ও শরিফুলের শরীর ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় আরও দুজন চিকিসাধীন রয়েছেন। এর আগে দগ্ধ মোজাম্মেল হক (৩০) সোমবার মারা যান। তার শরীর ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, ১৪ অক্টোবর ভোরে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে গ্যাস বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

 তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখনো চিকিৎসাধীন দুজনের মধ্যে জাকারিয়ার শরীর ৩৫ শতাংশ ও ইকবালের ৩০ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও দগ্ধ শ্রমিকদের সহকর্মীরা জানান, শুক্রবার রাতে ওই মিলের ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ মিলের গ্যাসের মিটার বিস্ফোরণ হয়।

সর্বশেষ খবর