শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চুরি দেখে ফেলায় দাদিকে খুন

ঘাতক অংশ নেয় জানাজা-দাফনে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে চুরি করা দেখে ফেলায় দাদিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন নাতি। খুনের পর দাদির জানাজা ও দাফন কাজেও অংশ নেন ঘাতক। হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে এসে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন। কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গতকাল এ তথ্য জানায়। অভিযুক্ত সাগর বাদশা (২২) নিহত আমেনা বেগমের তৃতীয় সন্তান আবদুল মতিনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর হিলাল উদ্দিন বলেন, চার বছর আগে সাগর তার দাদি আমেনার সোনার গহনা ও টাকা চুরি করেন। এ ঘটনায় সাগর ও তার চাচাতো ভাই হাসানকে সালিশে ৫০ হাজার টাকা জরিমানা এবং জুতার মালা পরিয়ে ঘুরানো হয়। দুই মাস আগে সাগর আবার গ্রামে আসেন। ১২ অক্টোবর দাদির ঘরে চুরি করতে যান। তাকে চিনে ফেলায় পাশে থাকা বঁটি দিয়ে দাদিকে কুপিয়ে হত্যা করেন। তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত বঁটি, ছুরি ও রড পুকুর থেকে উদ্ধার করা হয়। ১২ অক্টোবর মুরাদনগর উপজেলার পশ্চিমপাড়ার তালেব আলীর স্ত্রী আমেনা (৮২) খুন হন।

সর্বশেষ খবর