শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কোনো অপশক্তি ধর্মীয় অনুষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বাঙালি জাতির ঐতিহ্য হলো ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের লোক বাস করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাঙালি জাতি সুখে-শান্তিতে বসবাস করছে। দেশদ্রোহী ও অপশক্তি কোনো ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। বাঞ্ছারামপুর উপজেলায় ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম অডিটরিয়ামে সামাজিক সম্প্রীতি সমাবেশে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর