শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পিলারেই কেটে গেছে দুই বছর

সেতু নির্মাণে ধীরগতি জনদুর্ভোগ চরমে

পাবনা প্রতিনিধি

পিলারেই কেটে গেছে দুই বছর

পাবনার ঈশ্বরদীতে দুই বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণ কাজ। এতে ২০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া ইউনিয়নের গণির ঘাট এলাকায় ওই সেতুর কাজ অর্ধেক করে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাবনা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ৭ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যরে ব্রিজটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ৪ এপ্রিল। শেষ করার কথা ছিল ২০২২ সালের অক্টোবরে। কৃষকরা জানান, চর এলাকায় বিভিন্ন ফসল উৎপাদনের ওপর নির্ভর করে জীবিকা চলে এ অঞ্চলের লক্ষাধিক মানুষের। প্রতিদিন পানি মাড়িয়ে জমিতে কাজ করতে যান তারা। এতে সীমাহীন দুর্ভোগে পোহাতে হয়। ব্রিজটির নির্মাণকাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ  কৃষি কাজে জড়িতরা। চর কুড়ুলিয়া এলাকার কৃষকরা জানান, খালে বর্ষা মৌসুমে পানি জমে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমিতে কাজ করতে যাওয়া-আসা, ফসল আনা-নেওয়া করতে হচ্ছে হেঁটে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তারা আরও জানান, পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে হাজার হাজার একর জমিই এ এলাকার কৃষকদের একমাত্র সম্বল। ওই জমি চাষাবাদেই তাদের আহার জোটে। অথচ একটি ব্রিজের অভাবে খুবই কষ্ট করতে হয়। ব্রিজটির ঠিকাদার নুরুজ্জামান খোকন জানান, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ব্রিজের নির্মাণকাজ শেষ করতে পারিনি। এক মাসের মধ্যে আবার কাজ শুরু করব। পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর