শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কুড়িগ্রামে আগাম শীত, ঘন কুয়াশা

কুড়িগ্রাম প্রতিনিধি

কার্তিক মাসের শুরুতে কুড়িগ্রামে অনুভূত হচ্ছে শীতের পরশ। এ জেলায় শুরু হয়েছে আগাম শীতের ছোঁয়া। এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের বেলা তাপমাত্রা কমতে শুরু করেছে। যদিও শীতকাল এখনো অনেক সময় বাকি রয়েছে। তবুও প্রকৃতিতে কুয়াশা দেখা দিয়েছে। তিন দিন ধরে ভোরের সূর্যোদয়ের আগে হালকা শীত ও কুয়াশা অনুভূত হচ্ছে। কুয়াশায় মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর বিন্দু বিন্দু শিশির কণা দেখা যাচ্ছে। সবাইকে শীত আগমনি বার্তা দিচ্ছে বলে মনে হয়। কয়েক দিন ধরে সন্ধ্যায়ও শীত অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলে এর মাত্রা একটু বেশি। অন্যদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে এ অঞ্চলের কৃষকরা।

সর্বশেষ খবর