শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মাদকবিরোধী অভিযানে গিয়ে তিন কর্মকর্তা অবরুদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের তিন কর্মকর্তাসহ সাতজন। এ সময় দুই পক্ষে হাতাহাতি হয়। একপর্যায়ে গাড়িসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন এলাকার লোকজন। পুলিশ তাদের উদ্ধার করে। ফতুল্লার মুসলিমনগরে গতকাল এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে ছয়-সাতজন লোক মুসলিমনগর এলাকার শাকিলের বাসায় এসে কথা কাটাকাটিতে জড়ান। তখন শাকিল চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। তারা ঘটনার বিষয়ে জানতে চাইলে শাকিল বলেন, তার মুখে এসিড নিক্ষেপ করা হয়েছে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে গাড়িসহ ওই ছয়-সাতজনকে অবরুদ্ধ করে রাখেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের এসআই ফয়েজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযানে শাকিল নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তখন শাকিলের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তার মুখে আমরা কিছু ছিটিয়ে দিইনি।

সর্বশেষ খবর