শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মেট্রোরেলের আদলে মন্দিরে প্রবেশপথ

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

মেট্রোরেলের আদলে মন্দিরে প্রবেশপথ

আশাশুনিতে মহেশ্বরকাটি সার্বজনীন পূজামণ্ডপ -বাংলাদেশ প্রতিদিন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব আরও উৎসবমুখর করতে সাতক্ষীরার আশাশুনিতে মেট্রোরেলের আদলে তৈরি হয়েছে একটি মন্দিরের প্রবেশপথ। যা ভক্তদের মন কেড়েছে। সরকারের উন্নয়ন তুলে ধরা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে উপজেলার মহেশ্বরকাটি সার্বজনীন পূজা কমিটি মণ্ডপের সামনে খালের ওপর তৈরি করে এই প্রবেশ পথ। যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন।

প্রতিমাশিল্পী দেবাশীষ চক্রবর্তী জানান, কাঠ, বাঁশ, ককশিট, সুতা ও ধানের গুঁড়াসহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের প্রবেশপথ। এটি দেখতে মেট্রোরেলের মতো। প্রতিমাসহ প্রবেশপথ করতে ২০ দিন লেগেছে। সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, জেলার সাত উপজেলায় ৬০৬টি মণ্ডপে পূজা হবে। মেট্রোরেলের আদলে একটি মন্দিরে প্রবেশপথ তৈরি করা হয়েছে। ভক্ত-দর্শনার্থীর পদচারণে মুখর থাকছে ওই মণ্ডপ প্রাঙ্গণ। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরে আইনশৃঙ্খলা বাহিনীসহ আনসার ও গ্রামপুলিশ মোতায়েন থাকবে।

 

সর্বশেষ খবর