শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগ

দাউদকান্দি প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার চকমখোলা-বিটেশ্বর ভায়া দড়িগোয়ালী এলাকায় প্রায় সাত কিলোমিটারের দুটি সড়ক আট বছর ধরে সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুটি সড়ক দিয়ে এ অঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। নিয়মিত অসংখ্য রিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা এবং ছোট ছোট যানবাহন চলাচল করে। সামান্য বৃষ্টি হলেই সড়কে সৃষ্টি হওয়া গর্তগুলোয় পানি জমে যায়। এতে দুর্ঘটনায় পড়ে পথচারীরা। বড়গোয়ালী গ্রামের কামাল সরকার বলেন, সড়ক দুটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা ঘটেছে। অন্তঃসত্ত্বা ও অসুস্থ রোগীদের হাসপাতালে সময়মতো নিতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী আফছার হোসেন খন্দকার বলেন, সড়কটি পুনর্নির্মাণে টেন্ডার প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর