শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তীব্র স্রোতে ভেঙে পড়েছে সেতু

কুড়িগ্রাম প্রতিনিধি

তীব্র স্রোতে ভেঙে পড়েছে সেতু

ধসে পড়েছে কুড়িগ্রামের উলিপুরে গিদারি নদীর ওপর নির্মিত সেতু

পানির তীব্র স্রোতে কুড়িগ্রামের উলিপুরে গিদারি নদীর ব্রিজটি ভেঙে পড়েছে। এই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার পান্ডুল ইউনিয়নের ছয় গ্রামের হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার ভোরে পানির তীব্র স্রোতে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ধসে পড়ে।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারি নদীর ওপর পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল এ ব্রিজটি। মার্চ মাসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গিদারি নদীর খনন শুরু করে। এ কাজ এখনো চলমান রয়েছে। এতে নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে, জানান স্থানীয়রা। স্থানীয়দের অনেকেই বলেন, এ ব্রিজ দিয়ে চাকলিরপাড়, কাগজিপাড়া, আমভদ্রপাড়া, জটিয়াপাড়াসহ ছয় গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। এসব মানুষ উলিপুর উপজেলা শহরসহ দুর্গাপুর, মিনাবাজার ও পান্ডুল ইউনিয়নের এ ব্রিজ দিয়ে যাতায়াত করেন। স্থানীয়রা জানান, কাগজিপাড়া পানের বরজ থেকে পান গাড়িতে করে জেলার বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হতো। ব্রিজটি ভেঙে পড়ায় ব্যবসা-বাণিজ্যসহ যোগাযোগের খুব অসুবিধা হচ্ছে। আমরা আমাদের উৎপাদিত ফসল নিয়ে উলিপুর কিংবা কুড়িগ্রাম যেতে পারছি না। ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন ৪ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, স্বাধীনতার আগে নির্মাণ করা এ ব্রিজটি সংস্কারের অভাবে ধসে পড়েছে। এ ব্যাপারে পাউবোর নদী খনন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল আজিজ জানান, ব্রিজটি অনেক উঁচুতে নির্মাণ করা হয়েছিল। খাল খননের পর সেতুর মুখ উঁচুতে উঠে যায়। ফলে পানির তীব্র স্রোতে তা ভেঙে যায়। ভারপ্রাপ্ত ইউএনও কাজী মাহমুদুর রহমান বলেন, উপজেলা প্রকৌশলীকে ব্রিজ পুনর্নির্মাণের জন্য অনুরোধ করা হয়েছে।

 

সর্বশেষ খবর