শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সন্ধ্যা হলেই ঢাকা পড়ছে কুয়াশায়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আভাস। সন্ধ্যা হলেই কুয়াশায় ঢাকা পড়ছে পুরো জেলা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে ভোর পর্যন্ত। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতায় শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের বার্তা। আবহাওয়া অফিস বলছে সামনে শীত আরও বাড়বে। সারেজমিন দেখা যায়, সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙের ঝিলিক ছড়াচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তোর কণা জমে আছে। শীতের এ আবহাওয়া অনুভব করতে সড়কে হাঁটাচলা করছেন অনেকে।

রাতে সড়কে যানবাহন চলছে ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলের এ জেলায়। পথচারী আকবর আলী জানান, সারা দিন গরম থাকে কিন্তু রাতে ও ভোরে হালকা শীত পড়ায় আবহাওয়াটা সুন্দর থাকে।

সর্বশেষ খবর